বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে

বোরকা পরে চুরি করতে গিয়ে কিশোর আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় এক কিশোরকে আটক করেছে আনসার সদস্যরা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ফেরত পাওয়ার জন্য আনসার সদস্যরা সারারাত জিজ্ঞাসাবাদ করেন। পরে ওই কিশোর টাকা-পয়সা ও মালামাল নেওয়ার কথা স্বীকার করে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ৮০১ নম্বর ওয়ার্ড থেকে বোরকা পরিহিত অবস্থায় একজনকে আমাদের আনসার সদস্য আটক করে। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন কিশোর। তার সঙ্গে আরও কে কে জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখে যাচাই-বাছাই শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল জানান, গতরাতে ৮০১ নাম্বার ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় একজনকে আটক করি। ওই সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরখা পরে এক কিশোর বেশ কিছুদিন ধরে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে চুরি করত বলে সে স্বীকার করে।

তিনি আরও জানান, এর আগেও সে বিভিন্ন ওয়ার্ডে কৌশলে নাকে স্প্রে করে নারীর কানের দুল, মোবাইল, টাকা নেওয়ার কথা সে স্বীকার করে। ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার সঙ্গে আরও একজন নারী সদস্য ছিল, সে পালিয়ে যায়।

এসকে/ 

বোরকা আটক ঢামেক কিশাের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250