বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা পরে চুরি করতে গিয়ে কিশোর আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় এক কিশোরকে আটক করেছে আনসার সদস্যরা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ফেরত পাওয়ার জন্য আনসার সদস্যরা সারারাত জিজ্ঞাসাবাদ করেন। পরে ওই কিশোর টাকা-পয়সা ও মালামাল নেওয়ার কথা স্বীকার করে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ৮০১ নম্বর ওয়ার্ড থেকে বোরকা পরিহিত অবস্থায় একজনকে আমাদের আনসার সদস্য আটক করে। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন কিশোর। তার সঙ্গে আরও কে কে জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখে যাচাই-বাছাই শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল জানান, গতরাতে ৮০১ নাম্বার ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় একজনকে আটক করি। ওই সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরখা পরে এক কিশোর বেশ কিছুদিন ধরে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে চুরি করত বলে সে স্বীকার করে।

তিনি আরও জানান, এর আগেও সে বিভিন্ন ওয়ার্ডে কৌশলে নাকে স্প্রে করে নারীর কানের দুল, মোবাইল, টাকা নেওয়ার কথা সে স্বীকার করে। ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার সঙ্গে আরও একজন নারী সদস্য ছিল, সে পালিয়ে যায়।

এসকে/ 

বোরকা আটক ঢামেক কিশাের

খবরটি শেয়ার করুন